Oi Janalar kache Lyrics -Rabindranath | ঔ জানালার কাছে বসে আছে - রবীন্দ্রনাথ ঠাকুর




Song : Oi Janalar Kache Boshe Ache
Written by : Rabindranath Tagore
Notation by : Jyotirindranath Tagore
Vocal, Arrangement, Harp & clarinet : Pritam Das
Mixing & Mastering : Sumon Ghosh & Pritam Das
Art : Nilavo Das
Parjaay : Natya-geeti
Taal : Ektaal
Raag : Mishra Khambaj
Label : Taalpatar Shepai

Oi Janalar kache Boshe Ache Song Lyrics In Bengali :

ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা,

তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।
ওই জানালার কাছে বসে আছে।

শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,

শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,

তাই আধাে শুয়ে, আধাে বসিয়ে
ভাবিতেছে কত কথা।
ওই জানালার কাছে বসে আছে।
ওই জানালার কাছে বসে আছে।

চোখের ওপরে মেঘ ভেসে যায়
উড়ে উড়ে যায় পাখি,

সারা দিন ধরে বকুলের ফুল
ঝরে পড়ে থাকি থাকি।

মধুর আলস, মধুর আবেশ
মধুর মুখের হাসিটি,

মধুর স্বপনে প্রাণের মাঝারে
বাজিছে মধুর বাঁশিটি।

ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা,

তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।
ওই জানালার কাছে বসে আছে।


Post a Comment

0 Comments